Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের ৩০তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সোমবারের ম্যাচের শুরুতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়।
বিশ্বকাপে আজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। দুই দলই পাঁচটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে দুই দলই দুটি করে ম্যাচে জিতেছে। আজ তৃতীয় জয় পাওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে দল দুটি।
প্রথম তিন ম্যাচে হারের পর নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে জিতে জয়ের ধারায় ফিরেছে লঙ্কানরা। টেবিলে তাদের অর্জন ৪ পয়েন্ট।
অন্যদিকে প্রথম দুই ম্যাচে টানা হারের পর ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দেয় আফগানরা। এরপর নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও পাকিস্তানকে হারিয়ে আরেকটি বিস্ময়কর পারফরম্যান্স উপহার দেয় আফগানিস্তান। তাদেরও অর্জন ৪ পয়েন্ট।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহিশ থিকশানা, কসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাশমতুল্লাহ শহীদি, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলী খিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিবুর রহমান, নবীন-উল-হক ও ফজলহক ফারুকী।


http://dlvr.it/Sy7VD1

Post a Comment

0 Comments