দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে আটক করেছে পুলিশ।
শহরের জেল রোডে বিএনপি জেলা কার্যালয় থেকে রোববার সকালে তাকে আটক করা হয়।
এ ছাড়াও জেলার সহসাংগঠনিক সম্পাদক, বিরল উপজেলা যুবদল নেতাসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
দিনাজপুরের এসপি শাহ ইফতেখার আহমেদ জানান, বিএনপির সভাপতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি কোনো ধরনের নাশকতায় জড়িত কি না, এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
নাশকতা কিংবা নাশকতায় ইন্ধন যোগানোর প্রমাণ পেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান তিনি।
এদিকে দিনাজপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, বিরল উপজেলা যুবদল নেতা নুরুজ্জামানকে আটক করেছে পুলিশ।
এ ছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকে থেকে বিএনপির নেতা-কর্মীদেরকে আটক করা হয়েছে।
এদিকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলেও রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুরের কোথাও কোনো দলের মিছিল কিংবা পিকেটিং চোখে পড়েনি। যানবাহন চলেছে স্বাভাবিকভাবেই।
শহরের সব ধরনের দোকান পাট খোলা রাখতে দেখা গেছে।
http://dlvr.it/Sy5dHT
0 Comments