Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

হরতালের সমর্থনে বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে সুপ্রিম কোর্টের সরকার বিরোধী আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সুপ্রিম কোর্ট রোববার দুপুরে আইনজীবী সমিতির সামনে থেকে তারা এ বিক্ষোভ মিছিল শুরু করে।
মিছিলটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গন থেকে হাইকোর্ট মাজার গেট দিয়ে বের হয়ে কদম ফোয়ারা হয়ে বার কাউন্সিল ভবনের পাশের গেট দিয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আসে।
পরে আইনজীবী সমিতি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের নেতা শাহ আহমেদ বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুইয়া, বিএনপি নেতা আবেদ রাজা, লইয়ার্স কাউন্সিলের কোষাধ্যক্ষ ইউসুফ আলী প্রমূখ।
বিক্ষোভ শেষে রুহুল কুদ্দুস কাজল বলেন, বিএনপির সমাবেশের মধ্যে হামলা চালিয়ে তা নস্যাৎ করার চেষ্টা হয়েছে। এ প্রক্রিয়ার মধ্যে আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ চালিয়ে যেতে গেলে হামলা করে নেতৃবৃন্দকে বেধড়ক পিটিয়েছে। আগে পরে শত শত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
২০১৪ ও ২০১৮ সালের মতো জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে এসব ষড়যন্ত্র করছে। এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে।
সমাবেশ থেকে জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। পরে হরতালের সমর্থনে আইনজীবী সমিতি ভবনে বিক্ষোভ মিছিল করে।


http://dlvr.it/Sy5d0l

Post a Comment

0 Comments