বাংলাদেশ চাঁদে পৌঁছাতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা স্যাটেলাইট উত্থাপন করেছি। দ্বিতীয়টাও আমরা করব। এর পরে তো আমাদের চাঁদে যেতে হবে। সেই চাঁদে যাওয়ার জন্য আমি কিন্তু লালমনিরহাটে এভিয়েশন স্পেস ইউনিভার্সিটিও (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়) করে দিয়েছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রোববার বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অফ লস (মরণোত্তর) ডিগ্রি প্রদান করার জন্যই মূলত এই সমাবর্তনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বঙ্গবন্ধুর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের হাত থেকে এই ডিগ্রি গ্রহণ করেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমারও বিশ্ববিদ্যালয়। আমি এই বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ববোধ করি। আমি চাই গবেষণা যেন হয়। গবেষণার ওপর যেন বেশি গুরুত্ব দেয়া হয়। কৃষি গবেষণা আমরা খুব সাফল্য অর্জন করেছি। আজকে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। লালমনিরহাটের এভিয়েশন স্পেস ইউনিভার্সিটিসহ প্রতিটি ইউনিভার্সিটি বিশেষায়িতভাবে তৈরি করে দিচ্ছি, যাতে করে সব ধরনের শিক্ষা ও গবেষণা আমরা করতে পারি।
গবেষণার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের প্রতি আমার অনুরোধ, আপনারা গবেষণার দিকে বিশেষ নজর দেবেন। তাহলে এই বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে তার হারানো গৌরব ফিরে পাবে।
এ সময় প্রধানমন্ত্রী তাকে বক্তৃতা দেয়ার সুযোগ করে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি তো আর অত বেশি লেখাপড়া করিনি। মাস্টার্স ডিগ্রিটাও শেষ করতে পারিনি। তাই এই বিশ্ববিদ্যালয় এসে বক্তৃতা দেওয়ার সুযোগ আমার জন্য সৌভাগ্যের এবং অনেক বড় পাওয়া।
ঢাবি থেকে মাস্টার্স করতে না পারার আক্ষেপ
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করতে না পারার আক্ষেপ করে প্রধানমন্ত্রী বলেন, আবার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতাম, মাস্টার্স ডিগ্রিটা শেষ করতে পারতাম অনেক খুশি হতাম। পৃথিবীর অনেক দেশের অনেক ডিগ্রি পেয়েছি। ওতে মন ভরে না। নিজের ইউনিভার্সিটিরটা পেলাম না। অবশ্য আমাকে একটা অনারারি দেয়া হয়েছিল। কিন্তু সেটা তো না। লেখাপড়া করতে পারলে তো আরো ভালো হতো।
http://dlvr.it/Sy5fJY
0 Comments