চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের মাধ্যমে উন্মোচিত হয়েছে দেশীয় যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইলফলক। টানেল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এই টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুর ১২টা ১ মিনিটে আনোয়ারা প্রান্তে পৌঁছে টোলপ্লাজায় গাড়িবহরের টোল দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর টোল সংগ্রহ করেন টোলপ্লাজায় দায়িত্বরত ঝুমুর আক্তার।
ওই সময় ঝুমুরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর চলে যায় আনোয়ারায় কেইপিজেড মাঠের জনসভাস্থলে। সেখানে জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
টোল গ্রহণের পর ঝুমুর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেলের প্রথম টোল প্রদানকারী ব্যক্তি। তার কাছ থেকে টোল নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশ আজ নতুন গৌরবময় এক অধ্যায়ে পা রাখছে। এর মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন আরও এক ধাপ এগিয়ে গেল। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রধানমন্ত্রীর গাড়িবহরে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।
এর আগে বেলা ১১টা ৪১ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন।
২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং টানেল নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা করেন। এরপর ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টানেলে টিউব নির্মাণকাজের উদ্বোধন করেন। টানেলটির নির্মাণকাজ করছে চীনা কোম্পানি চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন লিমিটেড। শুরুতে প্রকল্প ব্যয় ৯ হাজার ৮৮০ কোটি টাকা ধরা হলে ২০১৭ সালে তা বাড়িয়ে ১০ হাজার ৩৭৪ কোটি টাকা করা হয়।
http://dlvr.it/Sy3tD2
0 Comments