Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: আইনমন্ত্রী

সব রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার আছে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে শুক্রবার সকালে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাজধানীতে শনিবার সমাবেশ ডেকেছে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি, আরেক বিরোধী দল জামায়াতে ইসলামী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ।
পূর্বঘোষিত এসব কর্মসূচির আগের দিন আইনমন্ত্রী বলেন, মির্জা ফখরুল বলেছেন, বিএনপি নেতা-কর্মীদের মামলার বিচারকাজের জন্য রাতেও আদালত বসানো হচ্ছে। মির্জা ফখরুলকে ভালো জানতাম। তিনি অনেক কথাই জনগণকে বিভ্রান্ত করার জন্য বলেন।
সকল রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার আছে, তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
এর আগে সকালে ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় যান আইনমন্ত্রী। সেখানে তিনি দিনভর দলীয় নানা কর্মসূচিতে অংশ নেবেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আইনসচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।


http://dlvr.it/Sy1Wt8

Post a Comment

0 Comments