Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এলজিইডি কার্যালয়ে প্রকৌশলীর টাকা নেয়ার ভিডিও ভাইরাল

ঝালকাঠির নলছিটিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে (এলজিইডি) দায়িত্বরত এক প্রকৌশলীর টাকা নেয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
টাকা নেয়া ওই প্রকৌশলীর নাম ইকবাল করিম। ভিডিওটি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়।
নিজ কার্যালয়ে (সরকারী দপ্তর) বসে নগদ অর্থ গ্রহণ করছেন এই কর্মকর্তা এমন একটি ভিডিওচিত্র নিউজবাংলার হাতে এসেছে।
৪৪ সেকেন্ডের ওই ভিডিওচিত্রে দেখা যায়, নিজ দপ্তরের চেয়ারে বসে থাকা প্রকৌশলী ইকবাল করিমকে অপর পাশ থেকে কিছু টাকা দিচ্ছেন কেউ একজন। টাকা টেবিলে রাখার কিছুক্ষণের মধ্যে হাতে নিয়ে পকেটে রেখে দেন ইকবাল করিম।
তবে ভিডিওটির অপর পাশের ব্যক্তিটি কে ও এই টাকা কেন দেয়া হয়েছে এ বিষয়টি জানা যায়নি।
এ ঘটনার পর ইকবাল করিমকে ফোন করা হলে তিনি ঘটনার ব্যাখ্যা না দিয়ে ক্ষেপে গিয়ে বলেন, টাকা নিয়েছি। কিন্তু ওটা কীসের টাকা, তার কোনো প্রমাণ নেই।
পরবর্তী সময় ইকবাল করিমের ইমো ও হোয়ার্টসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে আর পাওয়া যায়নি।


http://dlvr.it/Sy1ZT8

Post a Comment

0 Comments