Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের ৩১তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
কলকাতার ইডেন গার্ডেনসে মঙ্গলবার ম্যাচের শুরুতে ফিল্ডিংয়ে থাকবে পাকিস্তান।
বাংলাদেশ সময় বেলা আড়াইটায় দুদলের ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।
টানা পাঁচ ম্যাচে হেরে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যপথ থেকে বিচ্যুত এখন বাংলাদেশ। হাতে যে তিন ম্যাচ রয়েছে, প্রতিটিতে জয় পেলেও কোনো হিসাবেই সেমিফাইনালে খেলার অঙ্ক মেলাতে পারবে না টাইগাররা। ফলে চলতি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার যে স্বপ্ন ছিল, সেটি স্বপ্নই থেকে যাচ্ছে।
অন্যদিকে, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা করে পাকিস্তানিরা। এই দুই ম্যাচ জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। কিন্তু অনেক প্রত্যাশিত আকর্ষণীয় ম্যাচটি জমিয়ে তুলতে পারেননি বাবর আজমরা। অসহায়ভাবে ভারতীয়দের কাছে হার মানে তারা। এই ম্যাচে হারের পর আর জয়ের মুখ দেখেনি পাকিস্তান।
এ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ও পাকিস্তানের দুইবার দেখা হয়েছে। ১৯৯৯ সালের আসরে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে বিশ্ববাসীকে বিস্ময় উপহার দিয়েছিল বাংলাদেশ। গত আসরে (২০১৯) আবারও সাক্ষাৎ হয় দুদলের। ওই ম্যাচে বাংলাদেশকে ৯৪ রানে হারিয়েছিল পাকিস্তান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, আ. সালমান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।


http://dlvr.it/SyB1QC

Post a Comment

0 Comments