Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাছের গায়ে ‘আল্লাহু’ সদৃশ দাগ, দেখতে ভিড়

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছের গায়ে আল্লাহুর মতো দাগ দেখা গেছে, যা দেখতে যান স্থানীয় অনেকে।
উপজেলার চাকিরপশা ইউনিয়নের তালুক নাককাটি গ্রামের বিজিবি সদস্য রফিকুল ইসলামের বাড়িতে রোববার সকালে ওই দাগযুক্ত মাছটি দেখা যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিজিবি সদস্য রফিকুল ইসলামের বাড়ির পুকুরে মাছ চাষ করেন তার শ্যালক। সেই পুকুর থেকে সকালে জাল দিয়ে কিছু মাছ ধরা হয়। সেই মাছের এক ভাগ বোনের বাড়িতে পাঠিয়ে দেন রফিকুলের শ্যালক।
মাছগুলো কাটতে গিয়ে একটি সিলভার কার্পের গায়ে আরবি হরফে আল্লাহুর মতো দাগ চোখে পড়ে। আশপাশে খবরটি ছড়িয়ে পড়লে মাছটিকে একনজর দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়। বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
রফিকুলের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের পুকুরে আমার জ্যাঠাত ভাই মাছ চাষ করত। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে আল্লাহু লেখা। পরে আর মাছটি না কেটে বাড়ির পাশে একটি মাদ্রাসায় দিয়েছি।
কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার মুফতি মো. আল আমিন বলেন, দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝেমধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়; আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেল। সবই আল্লাহপাকের নিদর্শন।
চাকিরপশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম জানান, মাছের গায়ে আরবি হরফে আল্লাহু লেখার মতো দাগ দেখা যায়।


http://dlvr.it/Sz2B0t

Post a Comment

0 Comments