দিনাজপুরের চিরিরবন্দরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে গণধর্ষণের কথা স্বীকার করেছেন তারা।
দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
গ্রেপ্তা দুজন হলেন- চিরিরবন্দর উপজেলার রেলকলোনী গ্রামের ৩০ বছর বয়সী রুবেল ইসলাম ও একই উপজেলার মাঝাপাড়া গ্রামের ২৬ বছর বয়সী আল আমিন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ১৪ নভেম্বর রাতে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের সরকারপাড়ায় একটি ধান ক্ষেতে ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তরুণীর বড় বোন বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় চিরিরবন্দর থেকে রুবেলকে এবং মামলার ২ নম্বর আসামি আল আমিনকে র্যাব-৬ এর সহযোগিতা বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
তিনি আরও বলেন, তরুণীকে ধর্ষণের আগে ৮ ফুট উচু একটি নির্মাণাধীন বাড়ি থেকে ধান ক্ষেতে ফেলে দেয়া হয়। এতে ওই তরুণীর কোমরের হাড় ফেটে গেছে। যে ভ্যানে তরুণীকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে সেই ভ্যান চালক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ব্রিফিংয়ের সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপা শেখ জিন্নাহ আল মামুন, চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ও মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির শিকদার উপস্থিত ছিলেন।
http://dlvr.it/Sz2B8w
0 Comments