Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবসহ গ্রেপ্তার ১১

বিএনপিসহ বিরোধীদের তৃতীয় দফা সর্বাত্মক অবরোধে নারায়ণগঞ্জ শহরে মিছিল করতে যাওয়ার সময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, নাশকতার মামলায় টিপুসহ মোট ১১ জনকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে আজ (বুধবার) বিভিন্ন এলাকায় মহাসড়কে অগ্নিসংযোগসহ ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় ও নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের কাশিপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে অবরোধকারীরা।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের ভাষ্য, পুলিশ তাদের কর্মসূচি পণ্ড করতে সাদা পোশাকে নেতা-কর্মীদের অতর্কিতভাবে গ্রেপ্তার করছে। পুলিশ সরকার পক্ষ নিয়ে বিরোধীদের দমানোর চেষ্টা করছে।
এদিকে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সড়ককে বিশৃঙ্খলা ও নাশকতা রোধে কাজ করছেন।


http://dlvr.it/SyXwjl

Post a Comment

0 Comments