Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের ৪০তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
পুনেতে বুধবার নিয়ম রক্ষার এ ম্যাচে নেদারল্যান্ডসকে আগে বোলিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার।
বিশ্বকাপে দুই দলের ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতার, তবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করার জন্য এ ম্যাচের মর্যাদা ও গুরুত্ব বেড়ে গেছে অনেক গুণে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন দেখছে। এ জন্য পয়েন্ট টেবিলে আট দলের মধ্যে থাকতে হবে। ফলে জয় ছাড়া বিকল্প নেই দল দুটির সামনে।
ইংল্যান্ডকে হারাতে পারলে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে টপকে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে ওঠার সুযোগ হতে পারে ডাচদের। অন্যদিকে ভালো একটি জয় পেলে পয়েন্ট টেবিলের তলানি থেকে ওঠার সুযোগ তৈরি হতে পারে ইংলিশদের। ফলে দুই দলের ম্যাচটিতে মাঠের লড়াই জমে উঠবে বলে আশা করা হচ্ছে।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডাউইড মালান, হ্যারি ব্রুক, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও গুস অ্যাটকিনসন।
নেদারল্যান্ডস একাদশ: ওয়েসলি ব্যারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এনজেলব্রেস্ট, স্কট এডওয়ার্ডস, তেজা নিদামানুরু, বাস ডি লিড, লগান ভ্যান বিক, রোলফ ভ্যান ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।


http://dlvr.it/SyXtBD

Post a Comment

0 Comments