Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সিলেট থেকে শুরু হবে প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভা: কাদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট থেকে জনসভা শুরু করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ওই জনসভার তারিখ জানাননি তিনি।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনকালে এ কথা জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, সিলেট থেকে প্রথম নির্বাচনি জনসভা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নির্বাচনের মাঠে যারা থাকবে তাদের সঙ্গেই ফাইনাল খেলা হবে।
এ সময় ওবায়দুল কাদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে।
ইউরোপীয় ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করে তা নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, তথ্য ঘাটতির কারণে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ নিয়ে ভুল বিবৃতি দিয়েছে। এ বিবৃতির নিন্দা জানিয়ে তিনি প্রতিষ্ঠানটিকে সঠিক তথ্য সংগ্রহ করে কথা বলার অনুরোধ জানান।
ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জনগণের সঙ্গে প্রতারণা করছে যারা, আন্দোলনের নামে যারা প্রতারণার নাটক করে তাদের কাছে দেশের গণতন্ত্র, মানবাধিকার, জনগণ নিরাপদ নয়।
দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় সাধারণ মানুষ কষ্টে আছে উল্লেখ করে তিনি বলেন, এই দুর্ভোগ থেকে মানুষকে মুক্ত করতে প্রধানমন্ত্রী দিন-রাত কাজ করছেন। এই সঙ্কট মোকাবিলায় সৌদি আরবসহ বন্ধুরাষ্ট্রগুলো পাশে থাকবে বলে আশা প্রকাশ করছি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগুন নিয়ে নেমেছে, অস্ত্র নিয়ে নেমেছে চোরাগুপ্তা হামলা করে আগামী নির্বাচন বানচাল করতে চায়। তাদের এই চোরাগুপ্তা হামলায় ভয় পাওয়ার কিছু নাই, তাদের এসব হামলা বেশিদিন করতে পারবে না।
আগুন সন্ত্রাসীদের ধরতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে খেয়ালরাখার আহ্বান জানান ওবায়দুল তিনি।
ঢাকা আওয়ামী লীগ অফিস প্রান্তে এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।


http://dlvr.it/SyRc8v

Post a Comment

0 Comments