Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পুলিশ নয়, কার্যালয়ে তালা দিয়েছে বিএনপি: ডিএমপি কমিশনার

বিএনপির পক্ষ থেকেই দলটির কার্যালয়ে তালা মেরে রাখা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধদের দেখতে এসে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি।
গত ২৮ অক্টোবর বিএনপিসহ বিরোধীদের মহাসমাবেশের পর থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় অবস্থান নেন পুলিশ সদস্যরা। সে সময় থেকেই কার্যালয়ে তৎপরতা বন্ধ রয়েছে।
সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, আমরা বিএনপি কার্যালয়ে তালা মেরে রাখিনি। তারা নিজেরাই তালা মেরে রেখেছে।
তাদের কার্যালয়ে যেকোনো সময় তারা আসতে পারবে। এতে আমাদের কোনো বাধা নেই, তবে নিরাপত্তার জন্য আমাদের পুলিশ ওখানে মোতায়েন থাকবে।
বাসে আগুন দেয়ার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, বাসে অগ্নিসংযোগ রোখা শুধু পুলিশের একার দায়িত্ব নয়। সবাইকে একসাথে এগিয়ে এসে অগ্নিসন্ত্রাস বন্ধ করতে হবে।
বাসে অগ্নিসংযোগের সময় আমরা হাতেনাতে এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় জড়িত ১৯ জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা বলেছি বাসে উঠলে বাসের চালকরা যেন তাদের সবার ছবি তুলে রাখে।
দুর্বৃত্তের ছুরিকাঘাতে সোমবার রাতে খিলক্ষেত এলাকায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক তথা এএসআই আহত হওয়ার ঘটনায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। এরই মধ্যে খিলক্ষেত থানায় একটি মামলা হয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
অবরোধে বেশির ভাগ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে সন্ধ্যার পর ও ভোররাতে। সে বিষয়ে ডিএমপির পদক্ষেপ জানতে চাইলে কমিশনার বলেন, প্রথমে আমি এটি বলব আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ রয়েছে, তবে তারা কিছু চোরাগোপ্তা হামলা চালিয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে।
এই ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
ওই সময় পুলিশের জেষ্ঠ কর্মকর্তা এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক সামন্ত লাল সেনসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।


http://dlvr.it/SypRvh

Post a Comment

0 Comments