Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিএনপিকে শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপিকে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের বৃহৎ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কথা দিয়েছিল তারা ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ করবে। কিন্তু তারা কথা রাখেনি, সন্ত্রাস করেছে। সাংবাদিকদের নির্যাতন করেছে, পুলিশের ওপর আক্রমণ করেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে শাস্তি পেতে হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী ২৮ অক্টোবরের ঘটনায় মানবাধিকার সংগঠন, সুশীল সমাজসহ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোর নীরব থাকার তীব্র সমালোচনা করেন।
সরকারপ্রধান বিএনপির সন্ত্রাস নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সরকার পতনের এক দফার আন্দোলনে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। ওই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সহিংসতা হয়। নিহত হন পুলিশের এক সদস্যসহ দুজন।


http://dlvr.it/SyGzT9

Post a Comment

0 Comments