Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিস্ফোরক আইনে গ্রেপ্তার রাজশাহীর সেই নারী চিকিৎসক

বিস্ফোরক আইনের মামলায় রাজশাহীর এক নারী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা সিদ্দিকাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার নামে একটি হাসপাতালের চিকিৎসক। তিনি রাজশাহীতে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত বলে জানায় পুলিশ।
এর আগে শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর ডিবি পুলিশ ও শাহ মখদুম থানা পুলিশের একটি দল রাজশাহী নগরীর বড়বন গ্রাম এলাকায় ফাতেমা সিদ্দিকার বাড়িতে অভিযান চালায়। এরপর সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আরএমপির শাহ মখদুম থানার ওসি ইসমাইল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ডা. ফাতেমা সিদ্দিকা জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। জিজ্ঞাসাবাদে তার জামায়াত সংশ্লিষ্টতা ও তাদের সহযোগিতার সত্যতা পাওয়া গেছে।
এ ছাড়াও এ বছরের মে মাসের একটি বিস্ফোরক আইনের মামলায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফাতেমা সিদ্দিকা দীর্ঘদিন ধরেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
অভিযানে অংশ নেয়া পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, ফাতেমার সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া যাবে, তার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।


http://dlvr.it/SyMnNd

Post a Comment

0 Comments