বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক আসামি তারেক রহমান দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বলে করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নানক বলেন, রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারেক রহমান লন্ডনে পালিয়ে গেছেন। তারেক রহমানের লক্ষ্য হলো- আমি যে দেশে থাকতে পারি নাই, সেই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেব না। সেই দেশকে আমি স্থিতিশীল থাকতে দেব না। আমি যে দেশে শিক্ষা নিতে পারি নাই, ম্যাট্রিক পাস করতে পারি নাই, সেই দেশে আমি শিক্ষা প্রতিষ্ঠান চালাতে দেব না।
এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্নিপরীক্ষার নির্বাচন বলে আখ্যায়িত করেন নানক।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদেরকে চোখ-কান খোলা রাখতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আগামী নির্বাচন একটি অগ্নিপরীক্ষার নির্বাচন। সেই নির্বাচনে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেন, তাহলে এমনিভাবে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে বাংলাদেশ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, আমাদের উন্নয়ন, আমাদের গণতন্ত্র আজ হুমকির মুখে। আপনাদেরকে মনে রাখতে হবে, কীসের জন্য ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসায় হামলা হলো? কীসের জন্য জাস্টিস কোয়ার্টারে হামলা হলো? কীসের জন্য পুলিশ কনস্টেবলকে হত্যা করা হলো? তার মৃত্যু নিশ্চিত করার জন্য ব্যানা দিয়ে মাথা দুই ভাগ করা হলো?
কারা তাকে (নিহত পুলিশ সদস্যের সন্তানকে) পিতৃহারা করল? শতশত পুলিশকে নির্মমভাবে আহত করা হলো? কীসের স্বার্থে? অবরোধ করেছেন, কীসের অবরোধ? এই অবরোধ জনগণের বিরুদ্ধে অবরোধ।
নানক জানান, সোমবার প্রধানমন্ত্রী নিজেই মোহাম্মদপুর কৃষি মার্কেটের খোঁজ নিয়েছেন। আমরা যা বলি, আমার নেত্রী যা বলেন, তা করেন। আমরা যা বলি, করি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ এবং ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
http://dlvr.it/SypmC7
0 Comments