Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নেত্রকোণায় মজুদ করা ৪৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেতুয়া বাজার থেকে ৪৯৯ বস্তা (২৫ টন) ভারতীয় চিনি জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান জানান, রাত ১১টার দিকে তিনি নাজিরপুরের বাখলা নদীর বালুমহালে অভিযান পরিচালনা করতে যাচ্ছিলেন। পথে বেতুয়া বাজারের একটি পরিত্যক্ত ঘরে ভারতীয় চিনি মজুদ করতে দেখেন। পরে সেখানে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ ৪৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেন তিনি ও তার দল।
ইউএনও বলেন, এসব চিনি সীমান্ত পথে অবৈধভাবে আনা হয়েছিল। অভিযান টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। রাতে পিকআপ ভ্যানসহ চিনির বস্তাগুলো কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানার এসআই সুরুজ আলী বাদী হয়ে মামলা করেছেন।


http://dlvr.it/SyH23X

Post a Comment

0 Comments