ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের ৩৪তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
ভারতের লক্ষ্ণৌর মাঠে শুক্রবার ম্যাচের শুরুতে ফিল্ডিং করবে আফগানিস্তান।
বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচের চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি , মোহাম্মদ নবি, ইকরাম আলী খিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিবুর রহমান, নুর আহমদ ও ফজলহক ফারুকি।
নেদারল্যান্ডস একাদশ: ওয়েসলি বারাসি, ম্যাক্স ওদাউড, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডের মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।
http://dlvr.it/SyKY7y
0 Comments