Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

স্মার্ট বাংলাদেশ দিবস’ উদযাপনে ইসির অসম্মতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস উদযাপনে অসম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, আগামী ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ জেলা, উপজেলা ও থানা পর্যায়ে পালিত হবে। সেখানে সংসদ সদস্য বা মন্ত্রীরা অন্যান্য দলীয় নেতৃবৃন্দসহ উপস্থিত থাকতে পারেন এবং সেখানে রাজনৈতিক বা দলীয় প্রচারণা হওয়ার সম্ভাবনা থাকে। যার ফলে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন হতে পারে।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন অসম্মতি জ্ঞাপন করেছে। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ইসির আপত্তি জানিয়ে এ সংক্রান্ত চিঠি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।


http://dlvr.it/SzWdxG

Post a Comment

0 Comments