রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ফলে জামায়াতে ইসলামী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে বলে মনে করছে বিএনপি।
রায়ের প্রতিক্রিয়ায় সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এ অবস্থানের কথা জানান বলে বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে জানানো হয়েছে।
তিনি বলেন, সরকারবিরোধী রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে অন্যায় রায় দিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত করার ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়।
যদিও দেশের জনগণ এই রায়ে (জামায়াতের বিরুদ্ধে) বিস্মিত হয়নি। তারা ন্যায়বিচারের শেষ অবলম্বন বিচার বিভাগের ব্যক্তিদের রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বক্তব্য এবং সরকারের ইচ্ছা পূরণে সহায়তা করার ঘটনায় হতাশ।
জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় রোববার বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া এ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে দলটির করা আপিল শুনানিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
এ রায়ের ফলে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশ নেয়ার পথ বন্ধ হলো।
বিএনপির জ্যেষ্ঠ রাজনীতিক রিজভী বলেন, জামায়াত ইতোমধ্যেই এ রায়কে বিচারহীন বলে বর্ণনা করেছে।
তার ভাষ্য, যেকোনো বিরোধী দল গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার বিভাগ কর্তৃক তার গণতান্ত্রিক অধিকার রক্ষা পাওয়ার যোগ্য। এর কোনো ব্যতিক্রম গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থি। এটাও অগ্রহণযোগ্য।
http://dlvr.it/Sz4h64
0 Comments