বিশ্বকাপের প্রাথমিক পর্বে নিজেদের নবম ও শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করছে।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হয়েছে। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
সেমিফাইনালে খেলার জন্য শ্রীলঙ্কাকে হারানো ছাড়া বিকল্প নেই নিউজিল্যান্ডের। এ পর্যন্ত আটটি ম্যাচ খেলে সমান চারটি করে ম্যাচে জয় ও হারের রেকর্ড কিউইদের। তাদের অর্জন ৮ পয়েন্ট। টেবিলে চার নম্বরে অবস্থান করছে তারা। আজ জয় পেলে তাদের অর্জন হবে ১০ পয়েন্ট। একই সঙ্গে সেমিফাইনালে উঠতে হলে অন্য দলের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
অন্যদিকে শ্রীলঙ্কাও আটটি ম্যাচ খেলেছে। তাদের জয়ের সংখ্যা দুটি। ছয়টি ম্যাচেই হেরেছে তারা। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে খেলতে হলে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে আট নম্বরের মধ্যে থাকতে হবে তাদের। এ জন্য জয়ের খোঁজে থাকবে শ্রীলঙ্কাও।
এ পর্যন্ত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা পরস্পরের বিপক্ষে ১১টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয়ের পাল্লা ভারী শ্রীলঙ্কার। তারা ছয়টি ম্যাচে জিতেছে। অপর পাঁচটি ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড। ২০১১ সালের আসরে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা, কিন্তু এরপর ২০১৫ ও ২০১৯ সালের আসরে নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা।
গত বিশ্বকাপ থেকে এই বিশ্বকাপ পর্যন্ত মাঝের সময়ে মাত্র দুটি ওয়ানডে ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এ দুই ম্যাচে জয়ের রেকর্ড কিউইদেরই। সর্বশেষ দুই দলের ১০টি ওয়ানডে ম্যাচের মধ্যে আটবারই জিতেছে নিউজিল্যান্ড। একটি ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। অন্য ম্যাচটির ফল হয়নি।
http://dlvr.it/SybX4x
0 Comments