রাজধানীর ডেমরায় একটি বাসায় প্রবাসী স্বামীর ওপর অভিমান করে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ডেমরার পশ্চিম বক্স নগরে শুক্রবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
২৪ বছর বয়সী ওই গৃহবধূ রোজি আফসানা রিমাকে ঢামেকে নিয়ে আসা তার মা আসমা বেগম বলেন, আমার মেয়ের সঙ্গে সৌদি প্রবাসী নয়ন মিয়ার ১১ বছর আগে বিয়ে হয়। তাদের ১০ বছর বয়সের এক মেয়ে আছে। ৬ মাস আগে নয়ন ৫ লক্ষ টাকা খরচ করে দালালের মাধ্যমে সৌদিতে কোম্পানির কাজে যায়। কিন্তু সেখানে কোনো কাজ না পাওয়ায় পুলিশের ভয়ে পালিয়ে থাকতে হতো তাকে।
এ সকল বিষয় নিয়ে আজ তিন দিন ধরে আমার মেয়ের সঙ্গে ঝগড়া হচ্ছিল। আজ দুপুরে নয়ন ফোনে বলে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি বাংলাদেশে চলে আসব। এরপর ঝগড়া শুরু হলে কথা কাটাকাটি এক পর্যায়ে ফোন কেটে দিয়ে নিজের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় জর্জেটের ওড়না পেঁচিয়ে ঝুলে পরে।
পরে আমরা টের পেয়ে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে তাকে রুম থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
তিনি আরও বলেন, আমাদের এলাকার শাহিন নামে এক দালালের মাধ্যমে জমি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা দিয়ে ছয় মাস আগে কোম্পানির কাজে সৌদিতে যায় নয়ন। সেখানে তাদের কোম্পানির কোনো লোক গ্রহন না করায় তারা জানতে পেরেছে এটা ভুয়া কোম্পানি। আমাদের এলাকা থেকে মোট আটজন যুবককে এই দালাল সৌদিতে নিয়ে যায়, তাদেরও একই অবস্থা।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ডেমরা থেকে এক গৃহবধূকে অচেতন অবস্থা ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা কে জানানো হয়েছে।
http://dlvr.it/SzZj6T
0 Comments