Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জয়পুরহাটে দুই ট্রেনে আগুন: তিন আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে চলতি মাসে দুটি ট্রেনে আগুন দেয়ার ঘটনায় নাশকতার দুই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে বগুড়ার সান্তাহার রেলওয়ে পুলিশ।
জয়পুরহাট সদরের নিশিপাড়া ও জেলার আক্কেলপুর রুকিন্দিপুরে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন নিশিপাড়া এলাকার মোহাম্মদ অপু (২৪), তাইজুল ইসলাম (২৬) ও আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মোহাম্মদ মমিন (২৬)।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন বলেন, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ও ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে পৃথক দুটি মামলা করা হয়। ওই দুটি নাশকতার ঘটনার হোতা অপু, তাইজুল ও মমিন।
তিনি আরও বলেন, (বৃহস্পতিবার) রাতভর অভিযান চালিয়ে (শুক্রবার) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অপু ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত এবং তাজুল ও মমিন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।
গ্রেপ্তারের পর সান্তাহার রেলওয়ে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধের কথা স্বীকার করেছে। ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে ট্রেনে আগুন দিয়েছে তারা।


http://dlvr.it/T0T00H

Post a Comment

0 Comments