Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নির্বাচনের পর শ্রম আইন সংশোধন করা হবে: আইনমন্ত্রী

জাতীয় সংসদে পাস হওয়া বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০২৩ আসন্ন নির্বাচনের পর নতুন সংসদে তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, একটি ভুল থাকায় বিলটি নতুন সংসদে উপস্থাপন করা হবে এবং তা সংশোধন করা হবে।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।
সংসদ ও সচিবালয় সূত্র জানায়, বিলটিতে সই না করে গত ২০ নভেম্বর তা সংসদে ফেরত পাঠান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২২ নভেম্বর সংসদ সচিবালয় এ-সংক্রান্ত বার্তাসহ বুলেটিন প্রকাশ করে।
এ বিষয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, শ্রম আইনটি যখন সংসদে পাস হয়, তখন একটি ত্রুটি ছিল। এটা টাইপিংয়ের ভুল। এক জায়গায় শ্রমিকদের সঙ্গে যদি মালিকেরা বেআইনি আচরণ করেন, তাহলে তাদের জন্য একটি সাজার কথা আইনের মধ্যে আছে। সেটি একটু মিস প্লেস হয়ে গিয়েছিল। যেটা ২৯৪-এর ১ উপধারা হওয়ার কথা ছিল, সেটি সে রকম না হয়ে অন্য রকম হয়েছে।
তিনি বলেন, অনেকগুলো বিল খুব তাড়াতাড়ি পাস হয়েছিল গত সংসদ অধিবেশনে। সে কারণে এই ভুলটি পরে ধরা পড়েছে। যেহেতু পরিলক্ষিত হয়েছে যে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন হবে, সে জন্য রাষ্ট্রপতি আইনানুগভাবে এটিকে আবার জাতীয় সংসদে পাঠিয়ে দিয়েছেন।
মন্ত্রী বলেন, এখন যেহেতু এটি সংসদে পাস হয়ে গেছে। এই জায়গাটুকু সংশোধনের জন্য আবারও সংসদে যেতে হবে। এখন তফসিল ঘোষণা হয়ে গেছে এবং বর্তমান সংসদের আর অধিবেশন হবে না; নির্বাচনের পর নতুন যে সংসদ বসবে, সেই সংসদে এটি উপস্থাপন করা হবে এবং এই ভুল সংশোধন করা হবে ও শ্রমিকদের অধিকারের সুরক্ষা দেয়া হবে।
চলতি একাদশ সংসদের শেষ অধিবেশনে গত ২৯ অক্টোবর বিলটি জাতীয় সংসদে তোলা হয়। তা পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য তিন দিন সময় দিয়ে তা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ২ নভেম্বর বিলটি সংসদে পাস হয়। বিলে সম্মতির জন্য ৮ নভেম্বর তা রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়।


http://dlvr.it/SznPtr

Post a Comment

0 Comments