Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নওগাঁ-২ আসনে ভোট স্থগিত

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মৃত্যুবরণ করায় ওই আসনে নির্বাচন স্থগিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অশোক কুমার দেবনাথ বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক, যার প্রতীক ছিল ঈগল, শুক্রবার ভোর ৫টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
তিনি বলেন, তিনি (আমিনুল হক) একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মত্যুবরণ করলে রিটার্নিং কর্মকর্তা গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন স্থগিত করবেন। ওই আসনে পরে নির্বাচন হবে।
ইসির অতিরিক্ত সচিব বলেন, বর্তমান বৈধ প্রার্থীরা থাকবেন। তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। পুনরায় তফসিল হলে নতুন করে অন্যরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এ আসনে কবে ভোট হবে, তার তফসিল নিয়ে কমিশন পরে সিদ্ধান্ত দেবে।
একটি আসনে নির্বাচন স্থগিত হতে যাওয়ায় ৭ জানুয়ারি ২৯৯টি আসনে ভোট হবে।


http://dlvr.it/T0kTH2

Post a Comment

0 Comments