গণহত্যায় দোষী সাব্যস্ত হলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বলা হয়েছে, ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি (বন্দি বিনিময়) আছে। তার আলোকে এই প্রক্রিয়া (ফিরিয়ে আনা) শুরু হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে প্রতিষ্ঠানটিকে চিঠি দেয়া হয়েছে।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটির বিষয়ে আগামী দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে সরকার।
উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, গণহত্যায় দোষী সাব্যস্ত হলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি থাকায় তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
http://dlvr.it/TFtlrS
0 Comments