ভারতের জনপ্রিয় ইউটিউবার, মোটিভেশনাল স্পিকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিবেক বিন্দ্রার বিরুদ্ধে তার স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিন্দ্রার শ্যালক বৈভব কোয়াত্রা তার বিরুদ্ধে একটি মামলা করেছেন।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির শনিবারের প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের নয়ডা শহরে ঘটনাটি ঘটে, যেখানে এ দম্পতি বসবাস করেন।
প্রতিবেদনে ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়েছে, ৭ ডিসেম্বর বিন্দ্রা ও তার মা প্রভার মধ্যে বাগবিতণ্ডা হয়। দুজনের ঝগড়ার মধ্যে বিন্দ্রার স্ত্রী ইয়ানিকা মধ্যস্থতা করলে তাকে আঘাত করেন বিন্দ্রা।
সামাজির যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওচিত্রে ইয়ানিকার শরীরে গভীর আঘাতের চিহ্ন দেখা যায়।
এফআইআরের বর্ণনা অনুযায়ী, বিন্দ্রা ইয়ানিকাকে একটি ঘরে নিয়ে তার চুল ধরে মারধর করেন। অভিযোগে দাবি করা হয়েছে, হামলার কারণে ইয়ানিকা ঠিকমতো শুনতে পাচ্ছেন না। বিন্দ্রা তার ফোনও ভেঙে দিয়েছেন।
বিন্দ্রার ইনস্টাগ্রামে ৩৯ লাখ ফলোয়ার ও ইউটিউবে প্রায় সাড়ে ২১ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এ মাসের শুরুর দিকে বিন্দ্রা ও ইয়ানিকা বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
http://dlvr.it/T0VywM
0 Comments