Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শোকজের জবাব দিলেন রেলমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি সভায় আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য দেয়ায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে শোকজের পর আদালতে সশরীরে হাজির হয়ে জবাব দিয়েছেন মন্ত্রী।
পঞ্চগড়-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইনের কক্ষে বুধবার দুপুর ১২টার দিকে উপস্থিত হয়ে নোটিশের জবাব দেন তিনি।
জবাব শেষে মন্ত্রী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, যে যারা ভোট দিবে না তাদের নামে একটা তালিকা করব। এটি উসকানিমূলক বক্তব্যের আওতায় এসেছে, আচরণবিধি লঙ্ঘনের। ওই নোটিশ ব্যাপারে আমি আদালতকে বললাম, যে দুটি ধারায় আপনারা নোটিশ দিয়েছেন তা এই ধারায় উসকানিমূলক বক্তব্যের মধ্যে এটা পড়ে না। একজন প্রার্থী হিসেবে আমার দায়িত্ব ভোটারদের আহ্বান জানানো এবং ভোট দেয়ার জন্য। যারা ভোটে আসছে না, তার তো তালিকা আলাদা থাকছেই।
এ ছাড়া ভোট কেউ দিবেন না, ভোটে কেউ আসবেন না এ ধরনের তো বক্তব্য দেইনি। যেহেতু নোটিশ করেছে, আমি এসেছি। ভবিষ্যতে এ বিষয়ে আমি সতর্ক থাকব।
এর আগে জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলীতে এবং বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় পৃথক ভাবে নির্বাচনি সভায় অংশগ্রহণ করেন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য প্রদান করায় মঙ্গলবার দুপুরে পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রীকে তার কারণ দর্শানোর নোটিশ করে নির্বাচন অনুসন্ধান কমিটি।


http://dlvr.it/T0f4B2

Post a Comment

0 Comments