পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত ১৪১টি আসনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। এর মধ্যে ৫৭টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের বেশির ভাগই কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যমটির তথ্যানুযায়ী, দেশটির তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থীরা পেয়েছেন ৪২ আসন। এছাড়া পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা ৪২টি আসনে জয়লাভ করেছেন।
জঙ্গি হামলার বাড়বাড়ন্ত, অর্থনৈতিক সংকট ও ব্যাপক রাজনৈতিক মেরুকরণের মধ্যে বৃহস্পতিবার ভোট দেন পাকিস্তানের নাগরিকরা। শুরুতে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম নওয়াজ শরিফের দল সরকার গঠন করবে বলে পূর্বাভাস দিলেও ভোট গণনা শুরুর পর মধ্যরাত থেকে পাল্টে যেতে থাকে চিত্র। এখন পর্যন্ত এ ভোটে সুস্পষ্ট কোনো বিজয়ী দেখছেন না বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
পাকিস্তানে জাতীয় পরিষদে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ার পর একটি আসনে আগেই ভোট স্থগিত করে দেশটির নির্বাচন কমিশন। ফলে ২৬৫ আসনের ভোটের ফলাফল দেখার অপেক্ষায় রয়েছেন পাকিস্তানীসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের রাজনীতিপ্রিয় মানুষ।
http://dlvr.it/T2WhsG
0 Comments