Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

খুলনা ডুমুরিয়ায় ইটবাহী একট্ ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত আরও তিননকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫) এবং অজ্ঞাত নারী (২৬)
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, একটি বালুর ট্রাক খুলনা থেকে চুকনগরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া হাসপাতালে নেয়ার পর দুজন মারা গেছেন।


http://dlvr.it/T2Ypb3

Post a Comment

0 Comments