Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গাইবান্ধায় বুড়িমারী এক্সপ্রেস চালু হচ্ছে মঙ্গলবার

গাইবান্ধায় যাত্রীদের ভোগান্তি কমাতে বুড়িমারী এক্সপ্রেস নামের ১৪টি কোচের ট্রেনটি অবশেষে চালু হচ্ছে। সব ঠিক থাকলে মঙ্গলবার এই ট্রেন চালু হবে।
উত্তরাঞ্চলের রেল যোগাযোগে আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেস ও আন্তঃনগর রংপুর এক্সপ্রেসের পর এবার আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস নামের একটি নতুন ট্রেন পেতে যাচ্ছে গাইবান্ধাবাসী।
রিপোর্টাস ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) মহাপরিচালক কামরুল আহসান শনিবার রেল ভবনে রেলওয়ের পরিচালন ও উন্নয়নবিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানিয়েছেন।
ট্রেনটি গাইবান্ধার ওপর দিয়ে চলাচলের খবরে সন্তোষ প্রকাশ করেছেন এই জেলার যাত্রীরা, সচেতনমহল এবং আন্দোলনকারীরা।
ট্রেনটি চালুর দাবিতে সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর প্রচণ্ড বৃষ্টির মধ্যে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ব্যানার নিয়ে একটি সংগঠন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
রেলের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুড়িমারী এক্সপ্রেস ৮০৯/৮১০ নম্বর ট্রেনটি একটি 'খ' শ্রেণির আন্তঃনগর ট্রেন। ১৪টি কোচের এই ট্রেনের মোট আসন সংখ্যা ৬৫৩টি।
ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা বুড়িমারী-৮০৯ নম্বর ট্রেনটি যাত্রা বিরতি করবে-ঢাকা বিমানবন্দর স্টেশন, ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার, বগুড়া, বোনারপাড়া, গাইবান্ধা, কাউনিয়া, লালমনিরহাট, তুষভান্ডার, হাতিবান্ধা, বড়খাতা ও পাটগ্রাম রেল স্টেশনে।
অন্যদিকে বুড়িমারী থেকে ছেড়ে যাওয়া-৮১০ নম্বর ট্রেনটি পাটগ্রাম স্টেশন বড়খাতা, হাতিবান্ধা, তুষভান্ডার, লালমনিরহাট, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর ও ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যাত্রা বিরতি করবে।
এরমধ্যে ট্রেনটি ঢাকা কমলপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল সাড়ে আটটার দিকে ছাড়লে লালমনিরহাট স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে। ওই স্টেশনে লালমনিরহাট রুটের ৪৫৫ নম্বর ট্রেনের লালমনিরহাট-বুড়িমারীর সঙ্গে যুক্ত হয়ে লালমনিরহাট স্টেশনে থেকে ট্রেনটি ছয়টা ৫০ মিনিটে ছাড়লে বুড়িমারী রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ৪০ মিনিটে।
বুড়িমারী কমিউটার-৪ ট্রেন বুড়িমারী স্টেশন থেকে সন্ধ্যা ছয়টার দিকে ছাড়লে লালমনিরহাট স্টেশনে পৌঁছাবে রাত আট টা ২৫ মিনিটে। লালমনিরহাট স্টেশন থেকে রাত ৯টা ১০ মিনিটে ট্রেন ছাড়লে বুড়িমারী এক্সপ্রেস ঢাকায় পৌঁছাবে সকাল সাতটার দিকে।
এ ছাড়াও বুড়িমারী এক্সপ্রেস ঢাকা থেকে সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার এবং বুড়িমারী-লালমনিরহাট থেকে এটি সাপ্তাহিক বন্ধ থাকবে মঙ্গলবার।
গাইবান্ধা রেল স্টেশনে শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী মিজু আহমেদ আকবর বলেন, আমি ঢাকায় একটি বেসরকারি পোশাক কোম্পানিতে চাকরির সুবাদে ট্রেনে নিয়মিত আসা-যাওয়া করি। গাইবান্ধায় থেকে ঢাকা যোগাযোগে মাত্র দুটি ট্রেন চলাচল করে। ট্রেন ও আসন সংকটে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। টিকিট না পেয়ে প্রতিদিন অনেক যাত্রী দাঁড়িয়ে যাতায়াত করে।
এ সময় নতুন বুড়িমারী এক্সপ্রেস চালুর খবরে অনেকটা স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ট্রেনটি চালু হলে উত্তরাঞ্চলের গাইবান্ধার মানুষের যোগাযোগ ব্যবস্থায় অনেক উপকার হবে।
গাইবান্ধায় ট্রেনের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলনে জড়িত গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু নিউজবাংলাকে বলেন, ট্রেনটি চালুর জন্য আমরা দীর্ঘদিন মানববন্ধন-বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছি। এই অঞ্চলের অবহেলিত জনপদ যাত্রী সংখ্যার কথা চিন্তা করে ট্রেনটি চালু করায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি। নতুন এই ট্রেন অবহেলিত ও দারিদ্র এই জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থায় যাত্রীদের অনেকটাই ভোগান্তি কমাবে।
তবে যাত্রীদের সেবার মান বৃদ্ধি, আসন সংকট নিরসন, টিকেট কালোবাজারি বন্ধ ও ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
গাইবান্ধা রেল স্টেশনের স্টেশন মাস্টার আবুল কাশেম নিউজবাংলাকে বলেন, ১২ মার্চ বুড়িমারী এক্সপ্রেস চালু হবে-সারাদেশেই ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।
এ সময় ট্রেনটির গাইবান্ধায় আসন সংখ্যা কত এবং সময়সূচি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো অফিসিয়াল দাপ্তরিক কোনো চিঠি পাইনি।
তিনি বলেন, ঢাকা থেকে সকাল সাড়ে আটটায় ছেড়ে এসে গাইবান্ধা স্টেশনে পৌঁছাবে বিকেল সাড়ে চারটার দিকে। আর লালমনিরহাট স্টেশন থেকে রাত ৯টা ১০ মিনিটে ছেড়ে এসে গাইবান্ধা স্টেশনে ট্রেনটি রাত পৌনে ১১টার দিকে পৌঁছাতে পারে-যা আমরা ধারণা করছি।
এসব বিষয়ে রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার ফোনে নিউজবাংলাকে বলেন, রেল সেবার মান বৃদ্ধির সঙ্গে ওই রুটে দিন দিন যাত্রীর সংখ্যা অনেকটাই বাড়ছে। যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ওই রুটে লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেসের পর এবার বুড়িমারী এক্সপ্রেস নামের আরো একটি নতুন ট্রেন চালু করা হচ্ছে। আশা করি এতে করে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগে যাত্রীদের আসন সংকট ও ভোগান্তির বিষয়টি অনেকাংশে কমে আসবে।


http://dlvr.it/T3vHlH

Post a Comment

0 Comments