দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি।
দি এক্সপ্রেস ট্র্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট পদে শনিবার অনুষ্ঠিত ভোটে জয়ী হয়ে জারদারি পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ২০০৭ সালের ডিসেম্বরে গুপ্তহত্যার শিকার হওয়ার পর পিপিপির হাল ধরেন তার স্বামী আসিফ আলি জারদারি। তার ভূমিকায় ২০০৮ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয় পিপিপি।
ওই বছরের ৬ সেপ্টেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ থেকে নিষ্কৃতি পান এ রাজনীতিক।
পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট বাঁধে পিপিপি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ তথা পিএমএল-এন।
জোটের চুক্তি অনুযায়ী পিপিপির সমর্থনে প্রধানমন্ত্রী হন পিএমএল-এনের প্রার্থী শাহবাজ শরিফ। অন্যদিকে প্রেসিডেন্ট পদে পিএমএল-এনের সমর্থন পান জারদারি।
এর আগে ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে বিরোধীরা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খানকে প্রধানমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়ার পর ১৬ মাসের জোট সরকারের নেতৃত্ব দেন শাহবাজ।
অন্যদিকে প্রেসিডেন্ট হিসেবে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদ সম্পন্ন করতে পেরেছিলেন আসিফ আলি জারদারি।
http://dlvr.it/T3sNDh
0 Comments