Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সাক্কুর উঠান বৈঠকে বোরকাধারীর ককটেল বিস্ফোরণ, হামলা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে হামলা ও বোরকাধারীর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাক্কুর মালিকানাধীন হোটেল রেডরুফ ইনেও হামলা চালানো হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় বৈঠকে হামলা ও ককটেল বিস্ফোরণের পর রেসকোর্স এলাকায় হোটেলে হামলার ঘটনা ঘটে।
উঠান বৈঠকে হামলায় মেয়র প্রার্থী সাক্কুর চার কর্মী আহত হন। তারা হলেন- মো. ফারুক, রুহুল আমিন সরকার, কবীর হোসেন ও মো. নাসির।
রাকিব নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, বিকেল সাড়ে ৫টায় নগরীর নতুন চৌধুরীপাড়া এলাকায় সাক্কুর উঠান বৈঠক চলছিলো। এ সময় বোরকা পরা এক যুবক চার/পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনার পরপরই নগরীর রেসকোর্স এলাকায় সাক্কুর মালিকানাধীন হোটেল রেডরুফে হামলা চালায় একদল দূর্বৃত্ত। তবে কারা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মনিরুল হক সাক্কু বলেন, আমরা উঠান বৈঠকে ছিলাম। এ সময় একটি ছেলে বোরকা ও হিজাব পরে ককটেলের বিস্ফোরণ ঘটায়। একইসঙ্গে ৩০/৪০ জন দা-ছেনি নিয়ে আসে। এই হামলাকারীরা সরকার দলীয় লোক।
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।


http://dlvr.it/T3bT64

Post a Comment

0 Comments