Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গাজায় খাদ্যের জন্য অপেক্ষমাণদের ওপর ইসরায়েলের গুলি, ছয়জন নিহত

গাজা সিটিতে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর ফের গুলি চালিয়েছে ইসরায়েল, যার ফলে ছয়জন নিহত ও কমপক্ষে ৮৩ জন আহত হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার আল জাজিরা বিষয়টি জানিয়েছে।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে জাতিসংঘের খাদ্য বিতরণ কেন্দ্রে বোমাবর্ষণের কয়েক ঘণ্টার মধ্যে গাজা সিটিতে হামলা চালাল ইসরায়েল।
রাফাহর হামলায় ফিলিস্তিনিদের জন্য নিয়োজিত জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর এক সদস্যসহ কমপক্ষে পাঁচজন নিহত হন।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, মানবিক সহায়তা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার ইসরায়েলের।
এদিকে গাজায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যেও রাফাহতে স্থল অভিযানের পরিকল্পনা থেকে সরে আসেনি ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাফাহতে স্থল অভিযান শুরুর আগে সেখানে আটকে পড়া প্রায় ১৪ লাখ বেসামরিক ফিলিস্তিনিকে গাজার মধ্যবর্তী মানবিক দ্বীপাঞ্চলে নেয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে গাজায় প্রায় বিরতিহীনভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আকাশ ও স্থলপথে দেশটির হামলায় কমপক্ষে ৩১ হাজার ২৭২ জন ফিলিস্তিনি প্রাণ হারায়।
ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩ হাজার ২৪ জন। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ যায় ১ হাজার ১৩৯ ইসরায়েলির।


http://dlvr.it/T42gzG

Post a Comment

0 Comments