গাজীপুরের সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। ত
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২১ বছর বয়সী ইয়াছিন আরাফাত। তার শরীরে ৮৫ শতাংশ দগ্ধ ছিল।
ইয়াছিনের মামা লিটন মিয়া জানান, তাদের বাড়ি কুষ্টিয়ার খোকসা থানার গবু গ্রামে। বাবার নাম আল-আমিন। ইয়াছিন পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন। তার একটি ২৪ দিনের ছেলে সন্তান রয়েছে। কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রসঙ্গত, বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুন থেকে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৪ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
http://dlvr.it/T4JY0G
0 Comments