সড়কে জুমআর নামাজ আদায় করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন ভারতের রাজধানী দিল্লির মুসল্লিরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার দুপুরে দিল্লির ইন্দারলোক এলাকার একটি সড়কে নামাজ পড়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, ইন্দারলোক এলাকার পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা ওই এলাকার মসজিদের পাশেই রাস্তায় জায়নামাজ পেতে নামাজ পড়া অবস্থায় মুসল্লিদের সরিয়ে দেয়ার চেষ্টা করছেন। রাস্তা খালি করতে গিয়ে তিনি সিজদারত অবস্থায় দুজনকে পেছন থেকে লাথি দেন। পরে মুসল্লিদের ধাক্কা দিতেও দেখা যায় তাকে।
এ ঘটনার পর ভিডিওতে দেখা ওই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর দিল্লির উপ-পুলিশ কমিশনার এমকে মিনা।
বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেন, ভিডিওটি দেখামাত্র ওই ওসিকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ ঘটনার পর ওই ওসির বিরুদ্ধে তদন্তও শুরু করা হয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি।
ভিডিওতে পথচারীদের সঙ্গেও তাকে বিবাদে জড়াতে দেখা যায়। এক পর্যায়ে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওই পুলিশ কর্মকর্তার বিচার দাবিতে সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের ভেতরে পূর্ণ হয়ে যাওয়ায় সড়কে দাঁড়িয়ে জুমআর নামাজ আদায় করছিলেন মুসল্লিরা।
http://dlvr.it/T3p189
0 Comments