যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে শনিবার রিপাবলিকান ককাসে (দলীয় মনোনয়নের জন্য ভোট) জয় পেয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা ডনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, রিপাবলিকানদের অন্তর্কোন্দলের মধ্যে মিশিগান অঙ্গরাজ্যে সহজ জয় পেয়েছেন চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে চোখ রাখা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।
গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ জানায়, মিজৌরি ও আইডাহো অঙ্গরাজ্যের রিপাবলিকান ককাসেও জয়ী হন ট্রাম্প।
তিনটি অঙ্গরাজ্যেই একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে বিশাল ব্যবধানে পরাজিত করেন ট্রাম্প। এ জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার আরও কাছে চলে গেলেন সাবেক রাষ্ট্রপ্রধান।
মিশিগান রিপাবলিকান পার্টি সূত্রে জানা যায়, অঙ্গরাজ্যটিতে ককাসে অংশ নেয়া ১৩ জেলার সবগুলোতে হ্যালিকে হারান ট্রাম্প। অঙ্গরাজ্যটিতে প্রায় ৯৮ শতাংশ সমর্থন পান সাবেক প্রেসিডেন্ট। সেখানে ট্রাম্পের পক্ষে ১ হাজার ৫৭৫ ভোটের বিপরীতে হ্যালির পক্ষে পড়ে ৩৬টি ভোট।
আগামী ৫ মার্চ সুপার টিউসডেতে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ঠিক করতে ভোটে অংশ নেবে ১৫টি রাজ্য ও একটি অঞ্চল। এর আগে তিন অঙ্গরাজ্যের ভোটে জিতে ব্যাপকভাবে এগিয়ে গেলেন ট্রাম্প।
http://dlvr.it/T3XSDz
0 Comments