Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘গাজার সর্বত্র ক্ষুধা’, ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৩১ হাজার

গাজার সর্বত্র ক্ষুধা উল্লেখ করে সিয়াম সাধনার মাস রমজানে উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফিলিস্তিনিদের জন্য নিয়োজিত জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ।
ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের গত বছরের ৭ অক্টোবরের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় ইসরায়েলি বাহিনীর প্রায় বিরামহীন হামলার মধ্যে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এদিকে গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩১ হাজার ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
সংবাদমাধ্যমটির সর্বশেষ খবরে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৭২ হাজার ৬৫৪ জন।
অন্যদিকে হামাসের হামলায় নিহত হন ১ হাজার ১৩৯ ইসরায়েলি। হামলার দিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা।
এমন বাস্তবতায় দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে বিরতি নিতে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। এ জন্য ইসরায়েলকে দায়ী করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ।
তি বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করে না, এমন কোনো চুক্তি আমরা চাই না।


http://dlvr.it/T3v8lg

Post a Comment

0 Comments