Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় পুরান ঢাকার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা না থাকায় পুরান ঢাকার চারটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পুরান ঢাকার কামালবাগের দেবীদাস ঘাট লেনে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
অভিযানের শুরুতেই ৩০/৬ নম্বরে অবস্থিত মধুমতি প্লাস্টিক কারখানায় যায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার পাশাপাশি ফায়ার সার্ভিসের অগ্নিঝুঁকি সংক্রান্ত অন্যান্য শর্ত পূরণ না করায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে আদালত অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পার্শ্ববর্তী শরীফ প্লাস্টিক কারখানাকে ২ লাখ টাকা এবং অন্য আরও দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করে।
সবমিলিয়ে আদালত মঙ্গলবারের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লাখ জরিমানা করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লালবাগ জোনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এস এম সানাউল্লাহ উপস্থিত ছিলেন।


http://dlvr.it/T3yvzT

Post a Comment

0 Comments