Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দেরিতে আসা পরীক্ষার্থীরা ঢুকতে পারেননি জবি কেন্দ্রে

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার সি ইউনিটের পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে দেরি করে আসা পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেয়া হয়নি।
এ দিন সকাল ১১টা ৫ মিনিটের পরপর ক্যাম্পাসের সব গেটে তালা ঝুলিয়ে প্রক্টরিয়াল বডিসহ বিএনসিসির স্বেচ্ছাসেবীরা সরে যান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হওয়া গুচ্ছের সি ইউনিটের পরীক্ষায় এ চিত্র দেখা যায়।
এদিন বেশ কয়েকজন ভর্তিচ্ছু পরীক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রে পৌঁছালে তাদের প্রবেশ করতে দেয়া হয়নি। তারা গেট থেকে ফিরে যায়।
দেরি করে আসা শিক্ষার্থী সোহেল রানা বলেন, রাস্তায় যানজটের কারণে আসতে দেরি হয়ে গিয়েছে। প্রথমে প্রধান যে গেট রয়েছে সেখানে থেকে ফিরিয়ে দেয়া হয়েছে, বলা হয়েছে পাশের গেটে যেতে। এখানে এসেও দেখি গেট বন্ধ। পারলাম না পরীক্ষা দিতে।
এদিকে এর আগে এ ও বি ইউনিটের পরীক্ষায় পরীক্ষা শুরুর ১৫ থেকে ২০ মিনিট পরও শিক্ষার্থীদের প্রবেশ করতে দেয়া হয়েছিল, কিন্তু আজকের চিত্র ছিল ব্যতিক্রম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা দেয়া হয়েছিল ১১টার পর কাউকে প্রবেশ করতে না দেয়া, তাও আমরা ১১টা ৫ মিনিট পর্যন্ত প্রবেশ করিয়েছি। এরপর গেট বন্ধ করে দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, এর আগের ইউনিটগুলোতে যদি কেউ দেরি করেও প্রবেশ করে থাকে সেক্ষেত্রে তাদের পাশে রিপোর্টেড লেখা ছিল।


http://dlvr.it/T6glBL

Post a Comment

0 Comments