কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার সকালে আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এবং পৌরসভার রাজঘাট এলাকায় ঘটনা দুটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম থানার ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন খান দুজনের মৃত্যুর বিষয়টি জানান।
ইরুয়াইন
ওসি শাহাব উদ্দিন জানান, সকালে ইরুয়াইনের নাগরাপাড়া ব্রিজ সংলগ্ন নিজের মুদি দোকানের পেছনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারান সামসুর রহমান (৩৫) নামের ব্যবসায়ী।
তিনি আরও জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামসুর রহমান বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামছুর রহমান কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও পশ্চিমপাড়ার প্রয়াত মফিজুর রহমানের ছেলে।
রাজঘাট
লাকসাম থানার ওসি শাহাব উদ্দিন জানান, সকালে ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়
রাজঘাটের মোহাম্মদ মাহি (৩)। বেশ কিছুক্ষণ পর তার বড় বোন সায়মা (৭) এসে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তার চিৎকারে ঘরের লোকজন ছুটে এসে মাহিকে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
মাহি রাজঘাট উত্তরপাড়ার ছাত্তার ভান্ডারীর বাড়ির সাইফুল ইসলামের ছেলে।
http://dlvr.it/T7HDds
0 Comments