Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

খাগড়াছড়িতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

খাগড়াছড়ির দুই উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে একটি টিনের ঘরে বজ্রপাত থেকে আগুন লেগে এক নারী ও তার ছেলে সন্তানের প্রাণ গেছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)। তার ওই এলাকার মো. ছাদেক আলীর স্ত্রী ও সন্তান।
মেরুং ইউনিয়নের চেয়ারম্যান লাকি বলেন, বজ্রপাতে টিনের ঘর পুড়ে মা ও ছেলের শরীর অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের স্বামী বাড়িতে ছিলেন না। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে মরদেহ উদ্বার করে।
অন্যদিকে রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়নের দুর্ঘম হাজাছড়া এলাকায় বজ্রপাতে গনজ মারমা (৫০) নামে এক ব্যক্তিসহ তার দুটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। গনজ ওই এলকার বাসিন্ধা কংজ্র মারমার ছেলে।
হাজাছড়া পাড়া কার্বারী চাইলাপ্রু মারমা জানান, বজ্রপাতের সময় বাড়ির উঠানে বাঁধা গরু গোয়ালঘরে আনতে গিয়ে গরুসহ তার মৃত্যু হয়েছে।
দীঘিনালা থানার ওসি মো. নুরুল হক বলেন, ব্রজপাতে ঘরে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।


http://dlvr.it/T6RFwJ

Post a Comment

0 Comments