Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গাজায় যুদ্ধবিরতি কত দূর

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার হয়েছে মিশরের রাজধানী কায়রোতে।
হামাসের একটি প্রতিনিধিদল এ আলোচনায় অংশ নিতে শনিবার কায়রো যায় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিনিধি দল ও মধ্যস্থতাকারী এ আলোচনায় অংশ নেন ইউএস সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) ডিরেক্টর উইলিয়ামস বার্নস।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে এ পর্যন্ত সবচেয়ে কাছাকাছি পৌঁছেছে তারা। হামাস প্রতিনিধিদের মধ্যে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে, তবে যুদ্ধবিরতি চুক্তিটি স্থায়ী না অস্থায়ী হবে তা এখনও অনিশ্চিত।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলছে, তারা ফিলিস্তিনিদের দাবি পূরণে একটি চুক্তি সুরক্ষিত করতে বদ্ধপরিকর, তবে প্রস্তাবে এখনও এমন কিছু রয়েছে, যাতে তারা একমত হতে পারছেন না।
তবে হামাস আগেই জানিয়েছে, গাজায় যুদ্ধের অবসান ছাড়া কোনো যুদ্ধবিরতিতে রাজি হবেন না তারা।
হামাসের এক সিনিয়র কর্মকর্তা জানান, হামাস গাজায় যুদ্ধবিরতির এমন কোনো প্রস্তাবে রাজি হবেনা যেখানে যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির কথা অন্তর্ভুক্ত নেই।
এ আলোচনায় অংশ নিতে কায়রো সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আ্যান্টনি ব্লিঙ্কেন। চুক্তি না হওয়ার জন্য হামাসকে দায়ী করে তিনি বলেন, গাজার জনগণ এবং যুদ্ধবিরতির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র বাধা হলো হামাস। কয়েক মাস ধরেই যুদ্ধবিরতি আলোচনা চলছে, কিন্তু নভেম্বরের পর কোনো যুদ্ধবিরতি হয়নি। এমনকি কোনো জিম্মি মুক্তিও পাননি।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চুক্তিতে গেলেও দক্ষিণ গাজার রাফাহ শহরে নতুন করে স্থলপথে সামরিক অভিযান চালাবে তারা।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় চলমান ইসরায়েলি সামরিক হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৬৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৭ হাজার ৯০৮ জন আহত হয়েছেন। আর হামাসের হামলায় নিহত হয়েছেন এক হাজার ১৩৯ ইসরায়েলি।


http://dlvr.it/T6RGDq

Post a Comment

0 Comments