গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে আগুন লেগে ওই কলোনির শতাধিক বসত ঘর পুড়ে গেছে।
শুক্রবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও কলোনির মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, তেলিরচালা এলাকায় স্থানীয়দের কাছ থেকে জমি ভাড়া নিয়ে সারোয়ার ও সুফিয়ানসহ আরও অনেকে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। নিজেদের চাহিদা মিটিয়ে বাকি রুমগুলোকে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষদের কাছে ভাড়া দিয়েছিলেন তারা।
শুক্রবার দুপুরে সারোয়ারের কালোনিতে প্রথমে আগুন লাগে। একপর্যায়ে অন্যান্য কলোনিতে তা ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যল্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কলোনির বাসিন্দাদের কয়েকজন বলেন, আমরা নামাজ পড়তে গেছি, তখন হঠাৎ আগুন লাগে। আসতে আসতেই আগুন সব কিছু পুড়িয়ে ছাই করে দিছে।
আরেকজন বলেন, কারখানা থেকে এসে দেখি আমার ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। চাউল, ডাউল, সবজি সব শেষ। এখন আমরা খাব কী? থাকব কোথায়?
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, দুপুর ১টা ১৫মিনিটে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ১৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।
http://dlvr.it/T7L3DZ
0 Comments