Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু, রেললাইন অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনের অদূরে মাজারের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে রেললাইনে অবস্থান করে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা।
প্রাণ হারানো মিম আক্তার রসুলপুর গ্রামের রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
এদিকে অবরোধের কারণে রসুলপুর স্টেশনে আটকে পড়ে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেন। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার সময় মাজার গেট দিয়ে রেললাইন পার হচ্ছিল মিম। ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস একসঙ্গে ক্রস করছিল। ওই শিক্ষার্থী একপাশের ট্রেন দেখলেও অপরপাশের ট্রেন না দেখায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা জানান, এখানে ট্রেন আসার আগে পথচারীদের সতর্ক করা হয় না। কখন ট্রেন আসছে কেউ জানে না। এ রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে এভাবেই অরক্ষিত অবস্থায় রয়েছে।
কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ওই শিক্ষার্থীরা কেন রেললাইন অবরোধ করেছে তা জানি না। তাদের সঙ্গে কথা বলছি আমরা। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, শিক্ষার্থীদের দাবি ছিল রেলগেট নির্মাণ করা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১৫ দিনের মধ্যে রেলগেট নির্মাণ করবে। আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
তিনি জানান, নিহত শিক্ষার্থীর দাফনের আনুষ্ঠানিকতার জন্য উপজেলা প্রশাসন থেকে নগদ ২০ হাজার টাকা দেয়া হয়েছে।


http://dlvr.it/T6y82v

Post a Comment

0 Comments