Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চীন-রাশিয়ার ‘কষ্টার্জিত’ সম্পর্কের লালনপালন চান শি

চীন ও রাশিয়ার সম্পর্ক কষ্টে অর্জিত উল্লেখ করে পূর্ব এশিয়ার দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং বৃহস্পতিবার বলেছেন, উভয় পক্ষেরই উচিত সম্পর্কের লালনপালন করা।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ চীনে আসা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে এ কথা বলেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সফরে ইউক্রেন সংকট, এশিয়া, জ্বালানি ও বাণিজ্যের মতো বিষয় নিয়ে শির সঙ্গে বিশদ আলোচনার কথা আছে পুতিনের। প্রথম দিনের শুরুতে দুই নেতা মিলিত হন বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে।
চীন-রাশিয়ার বর্তমান সম্পর্ক কষ্টার্জিত এবং দুই পক্ষেরই দরকার এর যত্ন ও লালনপালন, পুতিনকে বলেন শি।
যৌথভাবে দুই দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের পাশাপাশি বিশ্বে ন্যায্যতা ও সুবিচার সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন, যোগ করেন তিনি।
ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরুর কয়েক দিন আগে বেইজিংয়ে সফরে যান পুতিন। ওই সময় চীন ও রাশিয়া সীমাহীন অংশীদারত্বের ঘোষণা দেয়।
সম্প্রতি ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে চীনে এলেন পুতিন। এর মধ্য দিয়ে নিজের অগ্রাধিকার ও শির সঙ্গে জোরালো সম্পর্কের বিষয়ে বিশ্বকে বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট।


http://dlvr.it/T6y90M

Post a Comment

0 Comments