Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পুকুর সংস্কারের মাটিতে মিলল কোটি টাকার মূর্তি

নওগাঁর রাণীনগরে পুকুর খননের মাটির ভেতর থেকে প্রায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের লক্ষ্মী-নারায়ন মূর্তি উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজার থেকে মূর্তিটি উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ বলছে, মূর্তিটি লক্ষ্মী-নারায়নের কষ্টি পাথরের। ওজন ১৪ কেজি ৭০০ গ্রাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে উপজেলার রাতোয়াল গ্রামে শুকবর নামে এক ব্যক্তির পুকুর সংস্কার করা হয়। ওই পুকুর থেকে রাতোয়াল বাজারে জায়গা ভরাটের জন্য একজনের কাছে মাটি বিক্রি করা হয়েছে।
কেটে আনা ওইসব মাটি রোববার সকালে শ্রমিকরা সমান করার কাজ করছিলেন। এ সময় এক শ্রমিকের কোদালের আঘাতে মাটির ভেতর থেকে লক্ষ্মী-নারায়ণের একটি মূর্তি বের হয়ে আসে।
বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সকাল ৮টায় রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।
রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এটির মূল্য আনুমানিক কোটি টাকা হবে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে।


http://dlvr.it/T75YwR

Post a Comment

0 Comments