Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কালশীতে পুলিশ বক্সে অটোরিকশা চালকদের আগুন

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রোববার সকাল থেকেই রাজধানীর আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চালকরা। দুপুর পর্যন্ত তারা ৩০টির বেশি বাস, ট্রাক ও মোটরসাইকেল ভাঙচুর করেছে।
সবশেষ বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, অটোরিকশার চালকরা কালশীতে সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। এটি ট্রাফিক পুলিশের একটি বক্স। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
এর আগে কালশীতে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করে। এতে সড়কের দুদিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুরে মিরপুর ১০ নম্বরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় তিন বিক্ষোভকারী আহত হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১০ নম্বর চত্বর থেকে অটোরিকশা চালকদের সরিয়ে দেয় পুলিশ। যানবাহন চলাচলও স্বাভাবিক হয়ে আসে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁও ও মিরপুর ১০ নম্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। পরে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে অবস্থান নেয় তারা।
মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্ল্যা গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের আদেশের পর মিরপুর এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়। এর প্রতিবাদে অটোরিকশা চালকরা মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে এবং সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
তিনি বলেন, পুলিশ ধৈর্যের সঙ্গে প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে মিরপুর-১০ নম্বর চত্বরে থাকা চালকদের বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়। মিরপুর-১০ নম্বর থেকে সরে তারা হয়তো কালশীতে গিয়ে রাস্তায় আগুন দিয়েছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৫ মে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেয়ার নির্দেশনা দেন। বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় তিনি এই নির্দেশ দেন।
সেতুমন্ত্রী বলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এ বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়; এগুলো যেন চলতে না পারে তা নিশ্চিত করতে হবে। এছাড়া ২২ মহাসড়কে রিকশা ও ইজিবাইক নিষিদ্ধ করা হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।


http://dlvr.it/T75dvV

Post a Comment

0 Comments