Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সন্ধ্যার মধ্যে সব বিভাগে ঝড় বৃষ্টির আভাস

দেশের আট বিভাগের ওপর দিয়ে সোমবার সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রম করে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া ডটকম।
আবহাওয়াবিষয়ক ওয়েবসাইটটি সকালে তাদের পূর্বাভাসে এ কথা জানিয়েছে।
পূর্বাভাসে কোন বিভাগে কখন বৃষ্টি ও ঝড় হতে পারে, তার সম্ভাব্য সময় জানানো হয়েছে।
সিলেট: সকাল আটটার পর থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগের সব জেলার ওপরে তীব্র বজ্রপাতসহ ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ওপর বিরতিহীনভাবে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর: সকাল আটটার পর থেকে বিকেল পাঁচটার মধ্যে রংপুর বিভাগের সব জেলার ওর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
ময়মনসিংহ: সকাল আটটার পর থেকে সারা দিন ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর একাধিকবার তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শেরপুর ও নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর ওপর।
চট্টগ্রাম: সোমবার সকাল ১০টার পর থেকে বেলা তিনটার মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তরের সব জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আজ ঝড় সিলেট বিভাগের দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার ওপর দিয়ে চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা: সকাল ৯টার পর থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ঢাকা বিভাগের সব জেলার ওপর দিয়ে খুবই শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আজ ঝড় সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর শুরু হয়ে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার ওপর দিয়ে ঢাকা শহরে প্রবেশ করে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে পদ্মা নদী অতিক্রম করে দেশের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
রাজশাহী: দুপুর ১২টার পর থেকে বিকেল ছয়টার মধ্যে রাজশাহী বিভাগের একাধিক জেলার ওপর বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর জেলার ওপর দিয়ে বৃষ্টিপাতের ভারি অংশ অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
খুলনা: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে খুলনা বিভাগের সব জেলার ওপর দিয়ে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
বরিশাল: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের সব জেলার ওপর তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


http://dlvr.it/T6TB9k

Post a Comment

0 Comments