দেশের আট বিভাগের ওপর দিয়ে সোমবার সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় অতিক্রম করে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া ডটকম।
আবহাওয়াবিষয়ক ওয়েবসাইটটি সকালে তাদের পূর্বাভাসে এ কথা জানিয়েছে।
পূর্বাভাসে কোন বিভাগে কখন বৃষ্টি ও ঝড় হতে পারে, তার সম্ভাব্য সময় জানানো হয়েছে।
সিলেট: সকাল আটটার পর থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগের সব জেলার ওপরে তীব্র বজ্রপাতসহ ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ওপর বিরতিহীনভাবে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর: সকাল আটটার পর থেকে বিকেল পাঁচটার মধ্যে রংপুর বিভাগের সব জেলার ওর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
ময়মনসিংহ: সকাল আটটার পর থেকে সারা দিন ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর একাধিকবার তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শেরপুর ও নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর ওপর।
চট্টগ্রাম: সোমবার সকাল ১০টার পর থেকে বেলা তিনটার মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তরের সব জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আজ ঝড় সিলেট বিভাগের দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার ওপর দিয়ে চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা: সকাল ৯টার পর থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ঢাকা বিভাগের সব জেলার ওপর দিয়ে খুবই শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আজ ঝড় সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর শুরু হয়ে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার ওপর দিয়ে ঢাকা শহরে প্রবেশ করে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে পদ্মা নদী অতিক্রম করে দেশের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
রাজশাহী: দুপুর ১২টার পর থেকে বিকেল ছয়টার মধ্যে রাজশাহী বিভাগের একাধিক জেলার ওপর বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর জেলার ওপর দিয়ে বৃষ্টিপাতের ভারি অংশ অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
খুলনা: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে খুলনা বিভাগের সব জেলার ওপর দিয়ে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
বরিশাল: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের সব জেলার ওপর তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
http://dlvr.it/T6TB9k
0 Comments